নোয়াখালীতে করোনা শনাক্তের হার ৩২ শতাংশ, প্রাণহানি ৩।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার উর্ধগতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩২ দশমিক ২৯শতাংশ। এদিন ৭০৯জনের নমুনা পরীক্ষা করে ২২৯জনের শরীরে করোনা শনাক্ত হয়। ।
বুধবার ( ৪ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।
তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ষোল হাজার ৫৬৮ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪জন, সুবর্ণচরে ৫জন, হাতিয়া ২জন, বেগমগঞ্জ ৬০জন, সোনাইমুড়ীতে ১৫জন, চাটখিল ২৩জন, সেনবাগে ২৫জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১দশমিক ১৫ শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭জন, সুবর্ণচরে ১জন, হাতিয়া ৩জন, বেগমগঞ্জ ৫৩জন,সোনাইমুড়ীতে ৪৭জন,চাটখিল ৩৩জন, সেনবাগ ৩৯জন, কবিরহাটে ১৬জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন দশ হাজার ৩২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ২৯শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ৫৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।