দক্ষিণ কালিকাপুর প্রবাসী সমাজ কল্যান পরিষদ সহযোগিতা তুলে ধরে।
লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা ১০নং বাতিসা ইউনিয়ন পরিষদে ৪নং ওয়ার্ড দক্ষিণ কালিকাপুর প্রবাসী সমাজ কল্যান পরিষদের এই সংগঠনটির পরিচালক ও প্রতিষ্ঠাতা জনাব মো এমডি আব্দুল মান্নানের সহযোগিতা ও তার সহপাঠী মো হোসেন মো জুয়েল মো সাগর মো অনিক মো হাসান মো লিটন মো শাহাবুদ্দিন মো রুবেল এরা মানবতা সেবা দিয়ে যাচ্ছেন। গত দুই মাসের বিতরণ করেন ১| কিডনি ডেমিস হাওয়া একটা ছেলেকে দেওয়া হয় ২৫০০০টাকা প্রদান করি।২| মসজিদের লাশের খাটের জন্য ৪০০০০টাকা প্রদান করি।৩| প্যারালাইসিসের জন্য এক ব্যক্তিকে ৫০০০টাকা প্রদান করি।কিন্তুু এই ভাবে আরও অনেক কাজ করে যাইতেছি। তাই সর্বোচ্চরের জনগণের কাছে দোয়া চাই। যেনো তাদের পাশাপাশি মানবতাও ডাকে সারা দিতে পারি। মানবতা শক্তি মানবতা বল।