শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে আব্দুর রহমান (২০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার সিঙ্গাবরুণা ইউনিয়নের নবীনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আজ রোববার সকালে নবীনপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু আব্দুর রহমানের মা রাবেয়া বেগম গৃহস্থালীর কাজ করছিলেন। এ সময় সবার অলক্ষ্যে শিশু রহমান খেলাচ্ছলে ঘর থেকে বের হয়ে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে যায়। পরে আব্দুর রহমানকে ঘরে না পেয়ে তার মা রাবেয়া বেগমের ডাক-চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস রোববার বিকেলে জানান, এ ঘটনায় শিশুর বাবা মোহাম্মদ আলী থানায় অপমৃত্যুর মামলা করেছেন এবং পরিবারের আবেদনক্রমে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।