সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

নেত্রকোনায় লরি চাপায় নিহত-২ আহত-৩।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনায় বালু ভর্তি লরি চাপায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।মঙ্গলবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা-মদন সড়কের সদর উপজেলার মৌজেবালী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বালী গ্রামের কৃষক এমদাদুল হক (৪০) এবং লক্ষীগঞ্জ ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রামের ভ্যান ড্রাইভার সেলিম মিয়া (৩০)।
আহতরা হচ্ছে, সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের মৌজেবালী গ্রামের কৃষক মোস্তফা (৫৫), কৃষক সেলিম (৫০), কৃষক মিন্টু (৪৫)। তারা সকলেই জমিতে ধান রোপন করতে যাবার আগে চায়ের দোকানে বসা ছিল।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার সকালে নিহত দুইজন সহ আরো তিনজন নেত্রকোনা-মদন সড়কের পাশে মৌজেবালী নামক স্থানে চায়ের দোকানে বসা ছিল।

এসময় নেত্রকোনা থেকে ছেড়ে আসা রওশন ট্রেডার্সের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোরগ বহনকারী ভ্যানকে নিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে লরি চাপায় ভ্যান ড্রাইভারসহ ৫ জন আহত হয়।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।এবং তিনজনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরো জানা যায়,ঘাতক লরিটি নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারীর বিশিষ্ট বালু ব্যবসায়ী রওশন ট্রেডার্সের মালিক নাজিম উদ্দিন খানের।
নেত্রকোনা সদর থানা পুলিশ রওশন ট্রেডার্সের লরিটিকে আটক করলেও চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102