শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় জামায়াত প্রার্থীকে শোকজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রবিউল বাশারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন প্রশাসন।

সহকারী রিটার্নিং অফিসারের (কালীগঞ্জ) কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটির বিভিন্ন এলাকায় নিষিদ্ধ প্রচারসামগ্রী ও পোস্টার ব্যবহার করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র মতে, রবিউল বাশারের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সংবলিত পোস্টার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার অন্তর্ভুক্ত ১২টি ইউনিয়নের প্রধান সড়কসহ বিভিন্ন ছোট-বড় রাস্তায় টাঙানো হয়েছে, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

প্রদত্ত শোকজ নোটিশে অবিলম্বে সকল অবৈধ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ২৫ জানুয়ারির মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রার্থীর এই কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির ৭(ক) ও ১৮ নম্বর বিধির পরিপন্থি।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশকে ব্যাহত করে এবং আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন যেকোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102