ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে টহল কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাভেল এর নেতৃত্বে এ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে প্রথম নির্বাচনী টহল কার্যক্রম শুরু হয়।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে টহল কার্যক্রম শুরু হয়ে যৌথ বাহিনী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নির্ধারিত রুট অনুযায়ী টহল দল চৌমুহনা পয়েন্ট, কুসুমবাগ পয়েন্ট, বেরীর পাড় পয়েন্ট ও ঢাকা বাসস্ট্যান্ড অতিক্রম করে শ্রীমঙ্গল উপজেলায় প্রবেশ করে। এরপর ভানুগাছ রোড হয়ে কমলগঞ্জ উপজেলা, মুন্সীবাজার ও শমসেরনগর রোড প্রদক্ষিণ শেষে পুনরায় শহরের চৌমুহনা পয়েন্টে এসে টহল কার্যক্রম শেষ হয়।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের মধ্যে আস্থা সৃষ্টি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই যৌথ নির্বাচনী টহল পরিচালনা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে এ ধরনের যৌথ টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।