ময়মনসিংহ ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৬০ গ্রাম ইয়াবা পাউডার ও ৬ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ সদরের দাপুনিয়া ভাটিপাড়া এলাকার আকছামুল হক হীরা ও নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আহলাদ মিয়া।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, দুপুরে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আজগর আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মুক্তাগাছার বেচুয়াখালী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুক্তাগাছার বেচুয়াখালী বাজার এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। নেত্রকোনা বারহাট্টার আহলাদ মিয়া ইয়াবার চালান নিয়ে মুক্তাগাছায় আসে। পাচারের উদ্দেশ্যে আনা ইয়াবা আকছামুল হক হীরার কাছে তুলে দেওয়ার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি তাদের গ্রেপ্তার করেন।
সূত্র জানায়, ময়মনসিংহ অঞ্চলে ইয়াবা কারবারের অন্যতম ডিলার মো. আকছামুল হক হীরাকে এর আগে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেপ্তার করে। ওই মামলায় হীরাকে ৭ বছর সাজা দেন আদালত। এ ছাড়া ১৩৫ পিসের অপর একটি মামলায় হীরাকে দেড় বছরের সাজা দেন আদালত। দুটি মামলার সাজা পরোয়ানা মাথায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগোচরে ইয়াবা কারবার করে আসছিলেন তিনি।
ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি বলেন, আকছামুল হক হীরার নামে ৬টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ২২ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তারের মামলা হয়েছে। আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।