যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক অভিযানের হুমকি এবং ইরানে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির নেতৃত্ব আলোচনার আগ্রহ প্রকাশ করেছে। টানা ১৫ দিন ধরে চলা বিক্ষোভে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানায় তেহরান।
রোববার (১১ জানুয়ারি) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চান। একটি বৈঠকের প্রস্তুতিও চলছে…, তারা আলোচনা করতে আগ্রহী।’
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘তবে বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।’
ট্রাম্পের এই মন্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে যখন তেহরানে সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএর প্রতিবেদন বলছে, ইরানে চলমান বিক্ষোভে ৫৪৪ জন মারা গেছেন। দেশটির ৩১ প্রদেশের ৫৮৫ স্থানে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে ১০ হাজারের বেশি আন্দোলনকারী গ্রেপ্তার হয়েছেন। ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নে বিক্ষোভে এক হাজারের বেশি মানুষ মারা যেতে পারে ধারণা করছে আইডিএফ।