পুনম শাহরীয়ার ঋতু, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী-জয়দেবপুর রেললাইনে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে নব দম্পত্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ওই রেললাইনে প্রায় ঘন্টাখানেক ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা।
নিহতরা হলেন, ঢাকা জেলার ধামরাই থানার কাকরান টেঙ্গুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) এবং নিহতের স্ত্রী আফরোজা আক্তার (২২)।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা জেলার ধামরাই থানার কাকরান টেঙ্গুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে এনামুল হক একজন মোবাইল ব্যবসায়ী। তিনি আশুলিয়া থানার ডেন্ডাবর (পল্লীবিদ্যুৎ) এলাকায় এক মার্কেটে মোবাইলের খুচরা ও পাইকারী বিক্রেতা হিবেসে ব্যবসা করে আসছিলেন। গত ২৮ দিন আগে তিনি সাভার উপজেলার নাল্লাপোল্লা গ্রামের আলকাচের মেয়ে আফরোজাকে পারিবারিকভাবে বিয়ে করেন। শনিবার সকালে রাজশাহী-জয়দেবপুর রেললাইনের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় শনিবার সকাল ১০টার দিকে তারা স্বামী-স্ত্রী দুজনে এক সঙ্গে রেললাইনের উপর দিয়ে হাটাহাটি করছিলেন। এসময় রাজশাহী গামী নীলসাগর এক্সপ্রেস নামে একটি ট্রেনের নিচে কাটা পড়ে তাদের দুজনের মৃত্যু হয়। এ ঘটনার পর ওই রেললাইনে প্রায় ঘন্টাখানেক ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা। খবর পেয়ে জয়দেরপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত স্বামী-স্ত্রী দুজনের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতেদের লাশ রেললাইনের উপর থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, ট্রেনে কাটা পড়ে নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে ঝাপ দিয়ে তারা দুজনে আতœহত্যা করেছে। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।