সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়াকৈরে সম্মুখ যুদ্ধে ও গণহত্যার শিকার ১০ মুক্তিযোদ্ধার- :অজানা মুক্তিযুদ্ধ” কাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

 

পুনম শাহরীয়ার ঋতু: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ও সমকালের কালিয়াকৈর প্রতিনিধি লেখক ও কবি এম তুষারীর সংগৃহিত তথ্যে ও অজানা মুক্তিযুদ্ধ ৭১’ শিঘ্রই দৈনিক আলোকিত স্বপ্নের বাংলাদেশ পত্রিকায় আসছে। তিনি মঙ্গলবার দৈনিক আলোকিত স্বপ্নের বাংলাদেশকে এক সাক্ষাৎকারে জানান, ইতিমধ্যে একটি দৈনিকে নয়টি ও একটি অর্ধসাপ্তাহিকে একটি শহীদ মুক্তিযোদ্ধার তথ্য ছাপা হয়েছে। তবে এই ১০ শহীদ মুক্তিযোদ্ধার ছবি, পরবর্তী বংশধরদের ছবিসহ ছাপা হবে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক বই। আর বইটি প্রকাশের আগ্রহ প্রকাশ করেছেন কচিপাতা প্রকাশিনীর প্রকাশক আলেয়া আক্তার আলো আপা।

লেখক কবি এম তুষারী আরো জানান, এই ১০ শহীদের আত্নীয় স্বজন এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে এ তথ্য ও অজানা ইতিহাস সংগ্রহ করা হয়েছে। তৈরি করা হয়েছে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক পান্ডু লিপি। যা মুক্তিযুদ্ধের কালিয়াকৈরে ইতিহাস হয়ে থাকবে। ১০মুক্তিযোদ্ধার তথ্য সংগ্রহ করতে এ লেখকের প্রায় দেড় বছর সময় লেগেছে বলে জানান।

তিনি আরো জানান, উপজেলার পাইকপাড়ার শহীদ লাবিব উদ্দিন, বড়দল এলাকার শহীদ মতিউর রহমান, কালিয়াকৈর বাজার এলাকার গোবিন্দ চন্দ্র দাস, হিজলতলী এলাকার ফজল হক করিম , ফুলবাড়িয়ার শহীদ আব্দুল অজিজ, শাকাশ্বরের শহীদ নোমেজ উদ্দিন দেওয়ান, একই গ্রামের আব্দুল আজিজ, ডাকুরাইলের শহীদ বাবুল খান (গণহত্যার শিকার), পিপড়াসিট গ্রামের শহীদ আব্দুস সালাম (গণহত্যার শিকার), চা’বাগান এলাকার শহীদ শাহাবুদ্দিন। তবে তথ্য সংগ্রহ করার সময় এ লেখকে সহযোগিতা করেছেন, সাংবাদিক অবিদ হোসেন, সাংবাকি মোঃ সেলিম রানা, সাংবাদিক লুৎফর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম এবং স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তিনি সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102