পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় থেকে শনিবার রাতে র্যাব-১ সদস্যরা ২শত ৭৪ বোতল বিদেশী ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো,লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার সিঙ্গীমারী এলাকার শ্রী সুকলাল দাসের ছেলে স্বপন কুমার দাস (৩৫),একই জেলার হাতিবান্দা থানার পূর্ব সিন্দুর্না এলাকার রফিকুল ইসলাম ছেলে ফরহাদ হোসেন (২১)।
পুলিশ ও র্যাব-১ সদস্যরা জানান,শনিবার রাতে র্যাব-১ সদস্যরা গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় অবস্থঅন নেন। র্যাবের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে হিজলতলী শিলা বৃষ্টি সিএনজি এন্ড ফিলিং স্টেশন এর পূর্ব পাশে মৃথিলা সাভিসিং সেন্টার এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর ঢাকাগামী একটি ট্রাক আটক করেন। পরে ট্রাকটি তল্লাসি চালিয়ে ট্রাকে থাকা ২শত ৭৪ বোতল বিদেশী ফেন্সিডিল, একটি ট্রাক, নগদ ১হাজার ৭০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা জব্দ করা হয়।
গাজীপুর র্যাব-১ এর ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা দায়ের করা হয়েছে।
এএসবিডি/এমএমএ