শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

‘জামায়াত ক্ষমতায় গেলে প্রতিটি ওয়ার্ডে নগর স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করবে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ঢাকা-৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে প্রতিটি ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হবে। তিনি বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, যা রাষ্ট্র নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর সবুজবাড়ের মানিকদিয়ায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

কবির আহমেদ বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পার হলেও মানুষের মৌলিক অধিকার এখনো পূর্ণভাবে নিশ্চিত হয়নি। স্বাধীনতা-পরবর্তী সময়ের দেশ পরিচালিত হয়েছে বৃটিশ আমলনির্মিত আইনের অধীনে। মানুষের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে আল্লাহর বিধান অনুযায়ী ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য।’উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রওশন জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও সবুজবাগ পূর্ব থানা আমির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসির উদ্দীন, খিলগাঁও উত্তর থানা আমির।এ ছাড়া উপস্থিত ছিলেন ৭৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা মিজানুর রহমান, ৭৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ডাঃ রফিকুল ইসলাম রতন, সবুজবাগ পূর্ব থানার কর্মপরিষদ সদস্য আল আমিন শেখ, আবু তাসিন, মোঃ মোস্তফা ও মাওলানা ইউসুফ হারুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার ৫ শতাধিক জনসাধারণকে চিকিৎসাসেবা প্রদান করেন।

কবির আহমেদ বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতির মাধ্যমে স্বাস্থ্যখাত ধ্বংস করেছে। মানুষের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘যদি আবারও দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দল ক্ষমতায় আসে তবে পুরো দেশ ধ্বংসের পথে যাবে।’তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বাস্থ্য ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ইসলামি নেতৃত্বের বিকল্প নেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102