মোঃ শাহরিয়ার ফেরদৌস নাঈম,নলছিটি প্রতিনিধি :স্বর্ণপদকে ভূষিত হলেন ঝালকাঠি জেলাস্থ নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শাহীন। তিনি সমাজসেবামূলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কারে ভূষিত হন। শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে “শেরে বাংলা গোল্ড মেডেল ২০২০” গ্রহণের জন্য তারা নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে এনামুল হক শাহীনের অনুভূতি জানতে চাইলে তিনি মাহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলেন তিনি তার জীবনের শেষদিন পর্যন্ত সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি সামনের দিনগুলোতে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।