সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

সাংবাদিক বাবরকে হুমকির তীব্র নিন্দা জানিয়েছে জগন্নাথপুরের বিভিন্ন মহল।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতা :সিলেট সাংবাদিক ইউনিয়ন (এসইউজে) এর সহ-সভাপতি, বহুল প্রচারিত দৈনিক সিলেটের হালচাল পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান সাংবাদিক বদরুর রহমান বাবরকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন
সাংবাদিক বাবরকে হুমকিদাতাকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে। হুমকিকারী সমাজের শত্রু উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন এ ধরনের প্রাণনাশের হুমকি সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ।তারা অবিলম্বে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার নিকট হুমকি প্রদানকারীকে গ্রেফতারের দাবী জানান।

বিবৃতিদাতারা হলেন,জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর মো. খলিলুর রহমান, সহ সভাপতি মতিউর রহমান, মো. দিলু মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক কবি মাহমদ আলী, দপ্তর সম্পাদক আবদাল মিয়া, প্রচার সম্পাদক এরশাদ মিয়া, দূর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল কাহার, ছুরাব আলী, আরব আলী, আব্দুশ শহীদ, সামছুল হক প্রমূখ।

জগন্নাথপুর প্রেসক্লাবঃ

এক বিবৃতিতে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল ও সাধারন সম্পাদক রিয়াজ রহমান এর তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক বদরুর রহমান বাবরের হুমকিকারীকে চিহ্নিত করে আইনের মাধ্যমে দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেছেন।

জাতীয় যুব সংহতিঃ

জগন্নাথপুর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আলী আফছার ও সদস্য সচিব রফিক উদ্দিন যুক্ত বিবৃতিতে অন্যায়ের প্রতিবাদী ও সাহসী সাংবাদিক বদরুর রহমান বাবরের হুমকিকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102