মো:রুবেল বানারীপাড়া সংবাদদাতাঃবরিশাল বানারীপাড়ায় একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ২-১২-২০২০ তারিখ বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ হেলাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্য তারা সমাজের যে কোন সামাজিক কাজের সাথে নিজেদের বিলিয়ে দিবেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রথম কাজ হবে অসহায় শীতার্থদের মাঝে শীত বস্র বিতরনের মাধ্যমে এসোসিয়েশনের কার্যক্রমের শুরু করা হবে চলতি সপ্তাহে। এসোসিয়েশনের উদ্দেশ্য হল তারা সব স্বেচ্ছাসেবী সামাজিক কর্মকান্ডে নিজেদের যুক্ত করতে চান।
এসময় উপস্থিত ছিল বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ শাওন।
ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সদস্য আব্দুল হাই (আবদুল্লাহ),মোঃ রুবেল বেপারী, মোঃ মেহেদী আল মামুন,মোঃ পারভেজ হাসান, মোঃ কাওছার বালী, মোঃ আবদুল্লাহ আল মামুন,মোঃ মেহেদী হাসান,মোঃ সবুজ হাওলাদার, মোঃ মিজানুর রহমান বালী,মোঃ সোহেল প্রমুখ।
এসময় ওসি হেলাল উদ্দিন বলেন আপনাদের সকল ভাল কাজকে স্বাগত জানাই তবে যারা বিভিন্ন অপরাধ ও মাদকের সাথে জড়িত তাদেরকে বাদ দিয়ে সংগঠন পরিচালনা করলে সংগঠনের সুনাম অর্জন হবে।