মুহাম্মদ রায়হান উদ্দিন।
চট্রগাম স্টাফ রিপোর্টার।
নাছির উদ্দীন: চট্টগ্রামের বহুল প্রচারিত অনলাইন পোর্টাল “গণডাক ক্রাইম ডটকম’র ১ম বর্ষপূতি আয়োজন উপলক্ষে ২০ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় ফটিকছড়ি অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত।
এতে গণডাক ক্রাইম ডটকম’র সম্পাদক ও প্রকাশক এইচ.এম.সাইফুদ্দীনের সভাপতিত্বে ও ভূজপুর প্রতিনিধি খালেদ শাহাজানের সঞ্চালনায় আরো উপস্থিত প্রিয় টিভি বার্তা সাম্পাদক ও আলোকিত স্বপ্নের বাংলাদেশ ক্রাইম পোর্টালের স্টাফ রিপোর্টার মোঃ রায়হান উদ্দিন, গণডাক ক্রাইমের চট্টগ্রাম মহানগর প্রতিনিধি সাহিদুল ইসলাম মাসুদ,মুহাম্মদ নাছির উদ্দীন,ফটিকছড়ি প্রতিনিধি আরাফাত,ছাত্রনেতা নয়ন সুজন প্রমূখ।
পত্রিকার প্রতিনিধিদের আলোচনা মাধ্যমে আগামী ১১ ডিসেম্বর ২০,রোজ শুক্রবার বর্ষপূর্তি অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ও উৎযাপন কমিটি করা হয়।
উৎযাপন কমিটিতে মুহাম্মদ নাছির উদ্দীনকে আহবায়ক,খালেদ শাহাজাহান,সাহিদুল ইসলাম মাসুদকে যুগ্ম আহবায়ক,মোঃ রায়হানকে সদস্য সচিব,মোঃ সাইফুল ইসলাম,আখরুজ্জামান রুবেল, সালাউদ্দীন মুন্না, সুজন ত্রিপুরা,মাওলানা কাউছার আজীজি,ইমন উদ্দীন,মোজাম্মেল,হাফেজ আহমুদুল্লাহকে সদস্য করে উৎযাপন কমিটি করা হয়।
এএসবিড/এমএমএ