এ,কে,এম জাকারিয়া
বানারীপাড়া,প্রতিনিধঃ
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লার জন্মদিন উপলক্ষে বানারীপাড়া ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদার’র উদ্দোগে কেক কেটে উদযাপন করলো বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় শত শত নেতা কর্মির উপস্থিতে কেক কেটে স্লোগানে স্লোগানে মুখরিত করে জন্মদিন উদযাপন করেন বানারীপাড়া ছাত্রলীগ। পরে বানারীপাড়া বন্ধর বাজারে জন্মদিনের এক রেলি বের করে ।
১৯৭৩ সালের এই দিনে সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ্ এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহন করেন। জাতির জনক বঙ্গবনন্ধুর ভাগ্নে দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক হাসানাত আব্দুল্লাহ্ বড়ো ছেলে সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ্। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও সাধারন সম্পাদক বরিশাল মহানগর আওয়ামীলীগের।
এসময় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বলেন আমার রাজনৈতিক অভিভাবক সেরনিয়াবাদ সাদিক আব্দুলার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করি। তার দেখানো পথেই আমরা গড়বো আগামীর বানারীপাড়া।
এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ও ৮ ইউনিয়নের ছাত্রলীগের শত শত নেতা কর্মি।
এএসবিডি/এমএমএ