পুনম শাহরীয়ার ঋতু, ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর হরিনহাটি এলাকায় স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার ঘটনায় ঘাতক স্বামী ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। ইব্রাহিম মিয়া সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চিলগাছা এলাকার নুরুল ইসলামের ছেলে। বুধবার রাতে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার নিশ্চিতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার এস আই ভজন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইব্রাহিম মিয়াকে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্যঃ কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি শাজাহানের বাড়ীতে ভাড়া থেকে স্ত্রী তানিয়া কারখানায় ও স্বামী ইব্রাহিম মিয়া রাজ মিস্ত্রি কজে করে জীবিকা নির্বাহ করে আসছে। নিহতের বোন রেহেনার অভিযোগ মাদকাসক্ত স্বামীর সাথে মাঝে মাঝে পারিবারিক বাক বিতন্ডা লেগেই থাকত । ওই দিন রাতে (সোমবার ১৬.১১.২০ইং)স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে পরে বিষয়টি পারিবারিক সমাধান শেষে সবাই ঘুমিয়ে পরে। মধ্য রাতে পাষন্ড স্বামী ইব্রাহিম স্ত্রী তানিয়ার গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর তানিয়াকে বিছানার উপর ফেলে রেখে পালিয়ে যায়।
এএসবিডি/এমএমএ