পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকায় ভ্রম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছয়টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার বড়ইবাড়ী এলাকার বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে গড়ে ওঠা ৬টি করাতকল উচ্ছেদ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরীর।
এ সময় সুলতান সিকদার, আরিফ শিকদার, খালেক সিকদার, বেনজির শিকদার, বজলু মিয়ার ৬টি অবৈধ করাতকল উচ্ছেদ করে বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ অফিসার শহিদুল ইসলাম হাওলাদার, চন্দ্রা বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, বোয়ালী বিট কর্মকর্তা সহ প্রশাসনিক কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী জানান, সামনে আমরা উপজেলার যেসব অবৈধ করাত কল রয়েছে সেই সকল করাতকল গুলো উচ্ছেদ করা হবে। তবে এ অভিযান অব্যাহত থাকবে।
এএসবিডি/এমএমএ