মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

বদলগাছীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ২০টি পরিবারের জন্য ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

হারুনুর রশিদ (হারুন) প্রতিনিধি বদলগাছী (নওগাঁ) ঃ
নওগাঁর বদলগাছীতে মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২০ টি পাকা ঘর নির্মাণ কজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় মিঠাপুর পুরাতন বাজারের পার্শ্বে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষে ভূমিহীন ‘ক’ শ্রেণির দুযোর্গ সহনীয় বাসগৃহ নির্মাণে চলতি অর্থবছরে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ঘরগুলি নির্মাণ করা হবে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লক্ষ ৭৫ হাজার ৩৬ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির বলেন, ২০১৬ ইং সালে প্রধানমন্ত্রীর দপ্তরে বদলগাছী উপজেলা থেকে ভূমিহীন ও গৃহহীন ৭৫ টি পরিবারের ঘর নির্মাণের জন্য তালিকা প্রেরণ করা হয়েছিল। তালিকা যাচাই বাছাই করে দেখা যায়, অধিকাংশ পরিবারের ঘর নির্মাণের জায়গা থাকলেও এদের মধ্যে প্রায় ৪০% পরিবারের ঘর নির্মাণের কোন জায়গা নেই। তারা অন্যের জায়গা জমিতে বসবাস করে। আর যারা অন্যের জমিতে বসবাস করে তাঁদের বসবাসের জন্য প্রথম পর্যায়ে ২০টি পরিবারকে গ্রামাঞ্চলে খাস জায়গা বের করে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। অবশিষ্ট বাঁকী পরিবারকেও পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএন মুহা. আবু তাহির এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিম মন্ডল, আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান ও মিঠাপুর ইউপি সদস্য সাধন চন্দ্র সরকার প্রমূখ।

উজালপুর গ্রামের আকবর আলী(৬০) জানান, শেষ বয়সে ঘর পেলাম। মুজিব শতবর্ষে পাওয়া এ যেন এক স্বপ্নের উপহার। আর এজন্য সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে।

 

এএসবিডি/এমএমএ

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102