বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী থেকে এক মাদক ব্যবসায়ী আটক। আটককৃত এনামুল হককে (৩২) ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
আমতলী থানা সূত্রে জানাযায়,
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মোঃ সোহেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এনামুল হককে আটক করে আমতলী থানা পুলিশের চৌকস সদস্যরা। এ সময় তার শরীর তল্লাশী করে ২০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে এনামুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম হাওলাদার বলেন, ২০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী এনামুল হককে গ্রেফতার করা হয়েছে। আটক কারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
এএসবিডি/এমএমএ