নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার আমতলী সাংবাদিক ক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় দেওয়ান মস্তফা কবির সভাপতি ও আবু সাইদ খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় আমতলী সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সরকারি কলেজ রোড) কার্যকরী কমিটি গঠন উপলক্ষে সাংবাদিক ক্লাবের আহবায়ক দেওয়ান মস্তফা কবিরের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক ক্লাবের আহবায়ক দেওয়ান মস্তফা কবিরকে (দৈনিক আলোকিত বাংলাদেশ) সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ খোকনকে (দৈনিক মানবজমিন ও প্রতিদিনের সংবাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী(২) দু’বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়ছে।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
মোঃ তোফাজ্জেল হোসেন তপু সহ- সভাপতি (দৈনিক বরিশাল সময়), নিয়াজ মোর্শেদ ইমন সহ- সভাপতি (দৈনিক বাংলাদেশ বাণী) শাহ্ মুহাম্মদ সুমন রশিদ সহ- সভাপতি (দৈনিক আমাদের কন্ঠ) এ্যাড. এইচ. এম. মনিরুল ইসলাম মনি সহ- সভাপতি (দৈনিক ঘোষণা), মোঃ সজীব আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক (এশিয়ান টিভি), মোঃ আবু সালেহ অর্থ সম্পাদক (দৈনিক দেশের কন্ঠ), এ্যাড. রেজাউল করিম রেজা আইন বিষয়ক সম্পাদক (দৈনিক বরিশাল সমাচার), মোঃ আসাদুজ্জামান (জামাল), দপ্তর সম্পাদক (নিউজ বাংলা টিভি), মোঃ নাঈম বিল্লাহ আইসিটি বিষয়ক সম্পাদক (দৈনিক গণকন্ঠ), মোঃ মামুনুর রশিদ রাতুল- ক্রীড়া, সাংস্কৃতি ও সাহিত্য বিষয়ক সম্পাদক (দৈনিক এশিয়া বাণী), মোঃ মহিউদ্দিন নান্নু লাইব্রেরী ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (দক্ষিণের কাগজ), কার্যকরী সদস্য এ্যাড. মোঃ বাকের খান (দৈনিক সকালের খবর), মোঃ জাহাঙ্গীর আলম (রূপান্তর বাংলা), মোঃ মঞ্জুরুল ইসলাম (দৈনিক আলোর জগত) ও মোঃ আবদুর রহমান কার্যকরী সদস্য (ভোরের কন্ঠ.কম)।
কার্যকরী কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমতলী রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মোঃ হায়াতুজ্জামান মিরাজ ও আমতলী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার রুমি প্রমুখ।
এএসবিডি/আরএইচএস