শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

গাজায় দুই দিনে ২০০ নিহত, বাস্তুচ্যুত ৩ লাখ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষুব্ধ গাজা কর্তৃপক্ষ,গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার উত্তরাঞ্চলে অন্তত ২০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৩ লাখ মানুষ জোরপূর্বক গাজা শহরে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই হত্যাযজ্ঞ স্পষ্টতই গণহত্যার অংশ।

বিবৃতিতে আরও জানানো হয়, ওই অঞ্চলে এক হাজারের বেশি বাড়ি ধ্বংস করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের বাধা দেওয়া হচ্ছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে প্রায় ১৪০ মরদেহ।

শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়ে শত শত তাঁবু পুড়িয়ে দেওয়ার অভিযোগও এসেছে। গাজা শহরে আশ্রয়ের অভাবে বহু পরিবার রাস্তায় বাস করছে।

গাজার কর্তৃপক্ষ অবরোধ তুলে মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে ইসরায়েলি নেতাদের আন্তর্জাতিক আদালতে তোলার দাবি জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102