মধ্য মেক্সিকোর পিউবলা রাজ্যে একটি ট্রেলার-ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
পিউবলা সরকারের কর্মকর্তা স্যামুয়েল আগুইলার জানান, ঘটনাস্থলে ১৮ জন ও হাসপাতালে আরও ৩ জন মারা যান। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেক্সিকান সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে মহাসড়কে ধ্বংসাবশেষের মাঝে ঘন ধোঁয়ার চিত্র দেখা গেছে। দুর্ঘটনাটি পিউবলা ও দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের সংযোগকারী সড়কে ঘটে।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার হার বেড়েছে। বিপজ্জনক ড্রাইভিং, চালকের ক্লান্তি ও দুর্বল যানবাহন এসব দুর্ঘটনার মূল কারণ। মালবাহী ট্রাকও বড় ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
গত ফেব্রুয়ারি ও মার্চেও দুটি বড় দুর্ঘটনায় অর্ধশতাধিক প্রাণহানি ঘটেছিল। এতে সড়ক নিরাপত্তা জোরদারের দাবি আবারও জোরালো হচ্ছে।