বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায়
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন বাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছোট কয়ের পূর্বপাড়া শ্রীশ্রী বনদুর্গা মায়ের আশ্রম (বুড়াঠানতলা) প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন আয়োজন করা হয়েছে।
আগামী ৩১ শে মার্চ সোমবার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হবে।
০১লা এপ্রিল মঙ্গলবার থেকে ০৩রা এপ্রিল বৃহস্পতিবার পর্ষন্ত শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান ও ০৪ঠা এপ্রিল শুক্রবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন, মহাপ্রভুর ভোগ ও প্রসাদ বিতরন। ০৫ ই এপ্রিল শনিবার দধি মঙ্গল, জলকেলি, কুঞ্জভঙ্গ ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
ছোট কয়ের পূর্ব পাড়া শ্রীশ্রী বন দুর্গা মায়ের আশ্রম (বুড়াঠানতলা) কীর্তন পরিচালনা কমিটির সভাপতি বাবু কিরণ চন্দ্র দাস জানান, সকলের সার্বিক সহযোগিতায় গীতা পাঠ, মহা নামযজ্ঞ, লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে।
কলি যুগের মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন। এই অনুষ্ঠান থেকে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করি।
সম্প্রীতি ও মুক্তির পথ পেতে ছোট কয়ের পূর্বপাড়া শ্রীশ্রী বনদুর্গা মায়ের আশ্রম (বুড়াঠানতলা) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় এ কীর্তনের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে ঐশ্বরিক শান্তির সাথে সংযোগ স্হাপন করতে সাহায্য করে ও মুক্তির পথ পাওয়া যায়।
ধন্যবাদান্তে
কিরণ চন্দ্র দাস
সভাপতি
ছোট কয়ের পূর্বপাড়া শ্রীশ্রী বনদুর্গা মায়ের আশ্রম (বুড়াঠানতলা),
ম্যানেজিং ডিরেক্টর
কিরণ রিফ্রিজারেশন এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি,
জেনারেল বডি মেম্বার
দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার’স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফ বি সি সি আই),
ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশ এয়ার কন্ডিশনিং ইকুপমেন্ট ইমপোর্টারর্স এসোসিয়েশ,
সভাপতি
উত্তরা রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ,
ডাইরেক্টর
বাংলাদেশ রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন মার্সেন্টস এসোসিয়েশন ।