শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

রমজানে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫০ লাখ পরিবারঃ খাদ্য উপদেষ্টা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

রমজানে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে ৫০ লাখ পরিবারঃ খাদ্য উপদেষ্টা।

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই উল্লেখ করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্যের সংকট দেখা দেয়ার আশংকা করা হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে সেখানে খাদ্যশষ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবিসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে সীমান্তে কঠোর নজরদারির নির্দেশনা দেয়া হয়েছে। রোজায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় কমদামে দাল ও ঈদে এক কোটি পরিবার পাবে একলাখ মেট্রিক টন চাল। তাই মিয়ানমারে খাদ্য-শস্য চোরাচালান প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইনে খাদ্য সংকট দেখা দিলে বাংলাদেশ থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আগে থেকেই সার এবং জ্বালানি তেল চোরাচালানের একটা প্রবনতা এখানে ছিল। তাই নজরদারি অব্যাহত রাখা এবং প্রয়োজনে আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। যাতে কোন অবস্থাতেই চোরাচালান না হতে পারে।

দেশে বর্তমানে খাদ্যশষ্যের সরকারি মজুদ এবং আমদানি ব্যবস্থা স্বাভাবিক উল্লেখ করে উপদেষ্টা বলেন, সামনে বড় কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে চালের যে কিছুটা সংকট তৈরি হয়েছিল সেটি কেটে যাবে এবং চালের দামও সহনশীল থাকবে।

দেশে এ মুহুর্তে ১৩ লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগামী রমজান মাসকে ঘিরে যাতে দাম সহনশীল থাকে সে বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে। রমজান মাসে দেশের ৫০ লাখ পরিবার কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল পাবে। এছাড়াও ঈদুল ফিতরে এক কোটি পরিবারকে এক লাখ মেট্রিক টন চাল দেয়া হবে উপহার হিসেবে। এ সবই হচ্ছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির অংশ হিসেবে।

এর আগে জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশসহ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের সাথে বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে জলসীমান্ত ৫৪ কিলোমিটারের। এসব সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক চোরাচালান নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই চাল-ডাল-তেল চোরাচালান রোধে ব্যবস্থা নিতে সরকার উদ্যোগী হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102