“ধর্ম যার যার উৎসব সবার” হিন্দু মুসলমান সকলেই আমাদের সহযোগিতা করছে। এমনটাই জানালেন বাবু শক্তি নারায়ণ দাস।
বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুরে বাবু শক্তি নারায়ণ দাসের বাড়ির দূর্গা মন্দিরে এবারই প্রথম শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু শক্তি নারায়ণ দাস জানিয়েছেন, আমি ভারতে একবার দুর্গাপূজার সময় ঘুরতে গিয়েছিলাম। সেখানে দুর্গাপূজা দেখে আমার নিজের এলাকায় এই দুর্গা উৎসব আয়োজন করার চিন্তা ভাবনা করি। সেই চিন্তা থেকেই এবার প্রথম আমি আমার বাড়িতে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতের চিন্তা ভাবনার কথা সময়ই বলে দেবেন কখন কি করতে হবে। তবে ইচ্ছা আছে আগামীতে এর থেকে বৃহৎ পরিসরে দূর্গা পূজার আয়োজন করার।
বাবু শক্তি নারায়ণ দাসের ভাষ্যমতে ধর্ম যার যার উৎসব সবার, এমনটি হয়ে আসছে। হিন্দু মুসলমান সকলেই আমাদের দুর্গাপূজায় সহযোগিতা করছে। সকলে আমাদের খোঁজখবর নিচ্ছেন, অনেকে আমার বাড়িতেও আসছে। আমরা সকলে মিলে মিশে উৎসব পালন করছি এবং আগামীতেও এমনটি করতে চাই। এবার আমি প্রথম আমার বাড়িতে দূর্গা পূজার আয়োজন করেছি, খুব সুন্দর ভাবেই সবকিছু হচ্ছে।