দুই লাখের উপরে দর্শনার্থীদের আগমন ঘটেছে সপ্তমীর দিনে শিকদার বাড়ির দুর্গা মন্দিরে।
শিকদার বাড়ি দুর্গা মন্দির এখন দর্শনার্থীদের জনস্রোতে পরিণত হয়েছে। পূজোর দ্বিতীয় দিন অর্থাৎ সপ্তমীতে প্রায় দুই লাখের উপরে দর্শনার্থীদের আগমন ঘটেছে শিকার বাড়ির দুর্গা মন্ডপে।
গত শুক্রবার (২০শে অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দূর্গা মন্ডপ হাকিমপুর শিকদার বাড়িতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেশের গন্ডি পেরিয়ে ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা প্রতিমা দর্শণ করতে আসছেন এই মন্ডপে।
আয়োজকদের ধারণা, সকাল থেকে রাত পর্যন্ত প্রায় দুই লাখের উপরে দর্শনার্থীদের আগমন ঘটেছে শিকদার বাড়ির দুর্গা মন্দিরে। রাত যত গভীর হচ্ছে দর্শনার্থীদের ভিড় ততই বেড়ে চলেছে। আগামী দিন এর চেয়ে বেশি দর্শনার্থীদের আগমন ঘটবে।
এবছর এই মন্ডপে ৫০১টি দেবদেবীর প্রতিমার সমন্বয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব। এবারের বিশেষ আকর্ষণ রামায়ণ থেকে নেওয়া ৬৫ ফুটের বিশাল ঘুমন্ত কুম্ভকর্ণ। দর্শনার্থীরা যাতে প্রতিমাগুলো সহজে দর্শন করতে পারে, সেজন্য কয়েকটি সারিতে প্রতিমাগুলোকে সাজিয়ে রাখা হয়েছে।
ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দুর্গা মন্দির হিসাবে স্বীকৃতি পেয়েছে হাকিমপুরের শিকদার বাড়ির দুর্গা মন্ডপ।