হিন্দুর্ধম্বালীদের আগামী ২০শে অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।এই লক্ষ্যে মন্দিরগুলোতে পরিচ্ছন্নতা ও প্রতিমা তৈরির কাজ শেষ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবিতে দুর্গাপুজার আমেজ ছড়িয়ে পড়েছে হিন্দু ধর্ম্বালীদের মাঝে।
পাঁচবিবি উপজেলায় ১টি পৌরসভায় ও ৮টি ইউনিয়নে সর্বমোট ৭৩ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গাপূজা উৎসব।
এর মধ্যে পাঁচবিবি পৌরসভায় ১৫ টি, বাগজানা ইউনিয়নে ৭ টি,ধরঞ্জী ইউনিয়নে ১২ টি,আয়মারসুলপুর ইউনিয়নে ৮ টি,বালিঘাটা ইউনিয়নে ৮ টি, আটাপুর ইউনিয়নে ৯ টি,
মোহাম্মদপুর ইউনিয়নে ৩টি, কুসুম্বা ইউনিয়নে ৮ টি ও আওলাই ইউনিয়নে ২ টি মন্দিরে পূজা উদযাপন হবে।
পাঁচবিবি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরমেশ্বর মাহাতো জানান প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আমাদের পূজা কমিটি আছে তারাই পরিচালনা করবেন এবং বিশৃঙ্খলা যেন না হয় সেইজন্য সেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে।
এবিষয়ে পাঁচবিবি থানার (ওসি) তদন্ত হাবিবুর রহমান হাবিব বলেন গুরুত্বপূর্ণ মন্দির গুলোতে সিসি ক্যামারা স্থাপন করা হয়েছে,আনসার ও পুলিশ সদস্য সার্বক্ষনিক পাহারাই থাকবে। যেকোন দূর্ঘটনা ঘটলে তৎক্ষনাৎ থানায় জানানোর জন্যে পূজা উদযাপন কমিটিকে বলা হয়েছে,আইন শৃঙ্খলা যত বিধিবিধান আছে সকল প্রকার গ্রহন করা হবে।