ঢাকার টঙ্গীর বিশ্ব ইজতেমার পর দেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ধর্মীয় উৎসব চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল। গত ২৭ সেপ্টেম্বর চুনতির সীরাত ময়দানে ৪৯তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শুরু হয়।
লোহাগাড়ার চুনতিতে প্রখ্যাত আলেমেদ্বীন শাহ মাওলানা হাফেজ আহমদ (রাহ. আ.) কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক আন্তর্জাতিক ১৯দিন ব্যাপী ৫৩তম সীরতুন্নবী (সা.) মাহিফলের আখেরী মোনাজাত আগামীকাল ১৫ অক্টোবর (রবিবার) দিবাগত রাতে অনুষ্ঠিত হবে।
শেষ দিবস রবিবার সকাল ৯টা পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলে সীরতুন্নবী (সা.) এর কার্যক্রম শুরু হবে। দিবাগত রাতে ফজরের আগে খোত্ৰায়ে ছদর, সমানী বক্তব্য, মিলাদ শরীফ ও আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৫৩তম মাহফিলে সীরতুন্নবী (সা.) শেষ হবে।
মোনাজাত পরিচালনা করবেন নারায়ণগঞ্জ জৈনপুরী দরবার শরীফের পীর সাহেব ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী (ম.জি.আ.)। বিষয়টি নিশ্চিত করেছেন ১৯দিন ব্যাপী ৫৩ সীরতুন্নবী (সা.) মাহিফলের মিডিয়া কমিটির প্রধান সমন্বয়ক শাহজাদা তৈয়বুল হক বেদার ও সহকারী সমন্বয়ক যাহেদুর রহমান।
চুনতির ১৯তম ৫৩তম মাহফিলে সীরতুন্নাবী (সা.) ১৮তম দিবস ও শেষ দিবসে সকাল থেকে মাহফিলে আগত মেহমানদের খাবর বিতরণ শুরু হবে। প্রায় সাড়ে ৪ কোটি টাকার বাজেট এই বছর। লক্ষ লক্ষ তাওহীদি জনতার উপস্থিতিতে মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে শেষ হবে আখেরী মোনাজাত।