রাউজান নোয়াজিষপুরে আবুল হোসেন চৌধুরী বাড়ি ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন পরিষদ উদ্যোগে মিলাদুন্নবীর আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আবুর হোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন কাজী মাওলানা ফজলুল কাদের চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ১৫ নং নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম. সরোয়ার্দী সিকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আল্লামা ড. মুহাম্মদ জাফর উল্লাহ। বিশেষ বক্তা ছিলেন
শায়েখ ড. মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী।আমন্ত্রিত ওলামায়েকেরাম ছিলেন হযরতুল আল্লামা আবদুন নূর, আল্লামা হাফেজ ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ রায়হান রিজবী, মাওলানা আবু তৈয়াব ফারুকী হাফেজ মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,মো: মিজানুর রহমান চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, মোরশেদ আলম চৌধুরী, আকতার চৌধুরী, গোলাম কাদের চৌধুরী, আমির খসরু, সাইদুল ইসলাম চৌধুরী, নোমান চৌধুরী, রায়হান চৌধুরী,রহমত উল্লাহ্ চৌধুরী, ছালামত উল্লাহ্ চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, হাফেজ বোরহান, আমানত উল্লাহ্ টিপু, মহসিন চৌধুরী, নুরুল আজম বাবুল, এনায়েত উল্লাহ্ চৌধুরী, বরকত উল্লাহ্ চৌধুরী, মোহাম্মদ আলী, মোহাম্মদ রবি প্রমুখ। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী।শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।