২০৩০ বিশ্বকাপ হবে ৩ মহাদেশের ৬ দেশে।
ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগের দিন ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে এলো চমকপ্রদ খবর। বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটির হতে পারে তিন মহাদেশের ভিন্ন ছয়টি দেশ মিলে।
৪৮ দলের টুর্নামেন্টের মূল আয়োজক হবে যৌথভাবে আফ্রিকার দেশ মরক্কো, ইউরোপের স্পেন ও পর্তুগাল।
তবে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার প্রধান আলেহান্দ্রো দোমিনগেস বুধবার জানান, আসরের প্রথম তিন ম্যাচ হবে যথাক্রমে এই মহাদেশের তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। পরে ফিফাও বিষয়টি নিশ্চিত করে।
সেক্ষেত্রে ছয় দেশই স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার টিকেট পাবে।
বুধবার ফিফা কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন এটি চূড়ান্ত হতে হবে ফিফা সদস্য ২১১ দেশের ভোটে। আগামী বছর ব্যাংককে পরবর্তী ফিফা কংগ্রেসের আগে হতে পারে এই ভোটাভুটি।
এর আগে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। ১৯৩০ সালে উরুগুয়েতে বসেছিল বিশ্বকাপের প্রথম আসর। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরাই।