কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন।
৫০ তম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা-২৩ এ চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ঐতিয্যবাহী বিদ্যাপীঠ কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজ। ফাইনাল খেলায় আনোয়ারা মেরিন একাডেমি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুতুবদিয়া হাই স্কুল এন্ড কলেজ।
শুক্রবার(২২সেপ্টেম্বর২০২৩) দুপুর ২.৩০ টায় চট্রগ্রাম কলেজিয়েট স্কুলের মাঠে ফাইনালে মুখোমুখি হয়। ম্যাচটিতে কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ ২-১ গোলে জয় পায়।
এর আগে সকাল ৮টায় রাঙ্গামাটি জেলাকে ৩ গোলে হারিয়ে সেমিফাইনাল খেলায় বিজয় নিশ্চিত করে দলটি ফাইনালে উন্নীত হয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়।
দলটির সার্বিক তত্ত্বাবধান করেন পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও অধ্যক্ষ জহিরুল ইসলাম এবং ক্রীড়া শিক্ষক বদরুল আনাম মুবিন।
এদিকে কক্সবাজার জেলার প্রতিনিধিত্বকারী কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ ফুটবল দল বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা। এসময় তাঁরা কুতুবদিয়া হাইস্কুল এন্ড কলেজ ফুটবল দলের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।