বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় শীর্ষক সংলাপ ও আলোচনা অনুষ্ঠিত।
বাগেরহাটে জলবায়ু বিপদাপন্নতা ও করণীয় শীর্ষক সংলাপ ও আলোচনা বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত সংলাপ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা নূরে জান্নাত, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. হারুন অর রশিদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ পদিতোষ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, বাঁধনের প্রকল্প সমন্বয়ক ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার, রবিউল ইসলাম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, U- CAT সদস্য, ভুক্তভোগী সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাঁধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন।