সাকিব উদ্দিন,রংপুর সদর প্রতিনিধি:রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়ন ভুরারঘাট বাজারের এক গোডাউনের পার্শ্ববর্তী কচুখেত থেকে গোডাউনটির নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে পুলিশ,শনিবার সকালে জহুরুল হক ভোলা (৬০) নামে ওই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,ভোলা দীর্ঘদিন থেকে ভ্যানচালক পেশায় নিয়োজিত,আর ভুরারঘাটই তার নিজস্ব এলাকা,সংসারে অনটনের জন্য সে দিনের বেলা ভ্যান চালায় এবং এর পাশাপাশি বাড়তি রোজগারের জন্য রাতে ভুরারঘাট বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর ধানের গোডাউনে প্রায় ৮ বছর থেকে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন,শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে কুপিয়ে হত্যা করে কচুখেতে মরদেহ ফেলে রাখে,সকালে বাজারে লোকজন এলে গোডাউনটির পাশের কচুখেতে জহুরুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে ফোন দেয়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌছায়,পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
এ ব্যাপারে ফরহাদ হোসেন জানায়…আমার ধান বিক্রির ৯লক্ষ ৬০হাজার টাকা গোডাউনের একটি সিন্দুকে ছিল,আমার মনে হয় দুর্বৃত্তরা সিন্দুক ভেঙ্গে টাকা নিয়ে পালানোর সময় জহুরুল ইসলাম (ভোলা) তাদের বাধা দিলে তাকে ধারালো অস্ত্রের আঘাতে মেরে ফেলে,আমি প্রশাসনের কাছে দাবী জানাই জহুরুল হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এবং আমার এই ক্ষয়ক্ষতির সুষ্ঠু বিচার চাই,
সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাজিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান,এখন পর্যন্ত এ ঘটনাটি নিয়ে কোনো মামলা দায়ের হয়নি,কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের চিহ্নিত করতে ভুরারঘাট বাজারে আরো যে ৩জন নৈশপ্রহরীরা আছে তাদের সহ এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ চলছে,পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।